সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

গাজীপুর সারা দেশ সাস্থ্য স্লাইডার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

আজ ২৯ নভেম্বর শুক্রবার ২০২৪, গাজীপুর সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব ডােয়াবেটিস দিবস-২০২৪। গাজীপুর সিটি কর্পোরেশ যোগিতলা,সামান্তপুর,তরৎপাড়া,ছোটদেওড়াসহ আরো কয়েকটি গ্রামের সুবিধা বঞ্চিত গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। এর আগে সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সোবহান ওয়ালফেয়ার ফাউন্ডেশন সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: খাইরুল আলম বিএসসি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র (গাসিক) ও গাজীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি হাসান আজমল ভূইয়া।

অলোচনা সভায় সার্বিক সহযোগিতায় সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার সঞ্চালণায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসন ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান,সাইফুল ইসলাম সরকার বাবুল,ডা:শাকিল ইউনুস,ডা: সাদ আহাম্মেদ তন্ময়।

বক্তব্য রাখেন, গাজীপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক,ফাকরুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক চান্দনা, রফিকুল ইসলাম রাতা,কৃষি ব্যাংক সাবেক ডিজিএম,রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসায়ী যোগীতলা, এমদাদুল হক এমু, বিশিষ্ট সমাজসেবক চান্দনা,মিজানুর রহমান মন্ডল নয়া,যোগীতলা কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি,হাজী রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক বঞ্চিত লোকের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। গাজীপুর শিহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস সার্জারী ডিপার্টমেন্ট ডা:মো: নুরুদ্দিন শুভ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *