এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

খেলা জাতীয়

অনলাইন ডেস্ক:

সফরকারী আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।

জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ১৬ বলে ৬ রান করে মুর্শিদা খাতুন আউট হয়ে যান। এরপর জুটি গড়েন আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা।

এর মধ্যে টানা দ্বিতীয়বার হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা হক। ৮৯ বলে ৬টি চারে ৮৯ বলে ৫০ রান করে লরা ডেলেনির বলে গ্যাবি লুইসের হাতে ক্যাচ দেন তিনি। ভাঙে তার সঙ্গে সুপ্তার-ফারজানার ৮৫ রানের জুটি।

দুই ওভার পর আউট হয়ে যান সুপ্তাও। ৬৩ বলে ৪৩ রান করে আভা ক্যানিংয়ের বলে এমি হান্টারের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর লরা ডেলেনির বলে আউট হন সোবহানা মোস্তারিও। ২৯ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে যায় বাংলাদেশ।

তবে সেটি বাড়তে দেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও দলের জয়ের আগেই বিদায় নেন তিনি। ৩৯ বলে তার ব্যাট থেকে আসে ৪০ রান। তার বিদায়ের পর দলকে বাকি পথটুকু টেনে নেন স্বর্ণা আক্তার। ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসও সুবিধা করতে পারেবননি। তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১৩ রান।

৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি।

এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি। ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *