পরিকল্পিত কাঠামোই গবেষণার মূল ভিত্তি : বাউবি উপাচার্য

গাজীপুর শিক্ষা সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

বাউবি উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, কোনো ক্ষেত্র বা বিষয় নিয়ে গবেষণা পরিচালনার জন্য একটি পরিকল্পিত কাঠামো আবশ্যকীয়। প্রস্তাবিত গবেষণার বিভিন্ন ধাপে সুলিখিত প্রবন্ধই গবেষণার প্রস্তাবপত্র। গবেষণার পূর্বে গবেষক যে খসড়া পরিকল্পনা করেন মূলত সেটাই গবেষণা প্রস্তাবনা।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ই-লার্নিং সেন্টারে স্কুল অব বিজনেসের আয়োজনে ‘অন এমফিল থিসিস’ সেমিনারে এ কথা বলেন তিনি।

স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মঈনুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এসময় গবেষক প্রণব কুমার তার গবেষণার নানা দিক তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *