অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে যান সন্তানরা, তিন দিন পর উদ্ধার

ফিচার পোষ্ট

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরে অসুস্থ এক বৃদ্ধ বাবাকে তার সন্তানরা জঙ্গলে ফেলে চলে যান। খবর পেয়ে তিন দিন পর তাকে উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উদ্ধার হওয়া বৃদ্ধের নাম সাকিব আলী সরদার। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সাকিব আলীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফেলে যাওয়ার আগে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধের বড় মেয়ে ও তার জামাতা, অন্য ভাই-বোনদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি কে বাড়ি বৃদ্ধাশ্রমে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বৃদ্ধের অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে।

পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে চলে যান। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে জঙ্গল থেকে নোংরা অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করা হয়। তার পায়ে মলমূত্র লেগে ছিল এবং প্রস্রাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, পরর দিন হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজখবর নেন এবং তাকে ফলসহ আর্থিক সহায়তা প্রদান করেন। সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। বৃদ্ধের মৃত্যু পর্যন্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *