এক হাদিসে নবীজির সাত উপদেশ

Uncategorized

মুফতি আইয়ুব নাদীম:

আবু জার গিফারি (রা.) বলেন, একদিন আমি রাসুলুল্লাহ (সা.)-এর নিকট উপস্থিত হলাম। অতঃপর আবু জার (রা.) দীর্ঘ হাদিস বর্ণনা করলেন। তিনি এতটুকু পর্যন্ত বললেন যে আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আপনি আমাকে উপদেশ দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, আমি তোমাকে তাকওয়া তথা আল্লাহভীতির উপদেশ দিচ্ছি।

কেননা এটা তোমার (দ্বিনি ও দুনিয়াবি) সব কাজের অধিক সৌন্দর্যের কারণ হবে।

আমি বললাম, আরো কিছু উপদেশ দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, কোরআন পাঠ ও আল্লাহর স্মরণকে তোমার জন্য আবশ্যক করে নাও। কেননা এটা তোমার জন্য আকাশে স্মরণযোগ্য এবং জমিনে আলোকস্বরূপ হবে।

আমি জিজ্ঞেস করলাম, আরো কিছু উপদেশ দিন। রাসুলুল্লাহ (সা.) বলেন, বেশি সময় নীরব থাকো। কেননা নীরবতা শয়তানকে দূর করে এবং তোমার দ্বিনি কাজে তোমার জন্য সহায়ক হয়। এরপর আমি বললাম আরো কিছু উপদেশ দিন।

রাসুলুল্লাহ (সা.) বলেন, বেশি হাসি থেকে বেঁচে থাকো। কেননা এটা অন্তরকে মৃত করে ফেলে এবং মুখমণ্ডল জ্যোতি ও নুরানি আভা দূর করে দেয়।

আমি বললাম, আরো কিছু বলুন। রাসুলুল্লাহ (সা.) বলেন, তিক্ত হলেও ন্যায় কথা বলবে।

আমি অনুরোধ করলাম, আরো উপদেশ দিন।

রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে কোনো নিন্দুকের তিরস্কারকে ভয় কোরো না।

আমি বললাম, আমাকে আরো কিছু বলুন। রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন তোমার অন্তরে অপরের কুৎসা রটানোর ইচ্ছা হয়, তখন এই ভেবে তোমার ইচ্ছাকে থামিয়ে দেবে যে তোমার মধ্যে ত্রুটি আছে।

(শুআবুল ঈমান, হাদিস : ৪৯৪২)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওপরোক্ত নসিহত যথাযথভাবে পালন করে ইহকাল ও পরকালের সমূহ কল্যাণ লাভ করার তাওফিক দান করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *