কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

গাজীপুর শিক্ষা সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠানে কলেজের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য এবং ছাত্রছাত্রীরা কৃতী শিক্ষার্থীদের এমন অর্জনের প্রশংসা করেন।

শিক্ষকরা বলেন, আজকে যাঁরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছেন তাঁরা আগামীতে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। এছাড়া আজকে যাঁরা ভালো ফলাফলের মধ্য দিয়ে নিজেদের লক্ষ্য স্থির করতে পেরেছেন তাঁরা কলেজের পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। অধ্যক্ষ লে.কর্নেল আবদুল কাদের মোঃ আশরাফ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো:মাহবুবুর রাসেল। পরে জিপিএ-৫ পাওয়া ৪৩৪ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি, প্রিন্সিপাল ও শিক্ষকরা। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার এর প্রতিনিধিরা কলেজ মাঠে আয়োজিত স্টল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

এ সময় অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (ইংরেজি ভার্সন) ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক মিহির বরন হালদার, প্রভাষক নাদিরা বাসার বাঁধন ও প্রভাষক মোহাম্মদ মাহদি।

উল্লেখ যে, ২০২৪ সালে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ১১ টি কলেজের মধ্যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ১ম হয়েছে। মোট ৫৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ উত্তীর্ণ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *