গাজীপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়াটারের পাশে এসব কর্মসূচি পালিত হয়। নগরীর কাশিমপুরের ভুক্তভোগী ৪৮টি পরিবারের নারী-পুরুষরা কাফনের এসব কর্মসূচিতে অংশ নেয়। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি জমা দেয় তারা।

এ সময় বক্তব্য রাখেন-ক্ষতিগ্রস্ত ইসমাঈল মিয়া, বানু বেগম, এসহাক মিয়া, খুশি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ভূমিদস্যুদের সঙ্গে আঁতাত করে অভিযুক্তরা তাদের ভিটেমাটি অবৈধভাবে নামজারি করে দিয়েছেন। এর প্রতিবাদে কাফনের কাপড় পরে তারা আন্দোলন করছেন। ন্যায়বিচার পাওয়ার জন্য তারা প্রধান উপদেষ্টাসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীরা জানান, কাশিমপুর এলাকায় গোবিন্দ বাড়ি মৌজায় ৪৮ পরিবারের সদস্য এস এ ও আর এস রেকর্ডিয় মালিক ছিল এবং বর্তমানেও আছেন। এছাড়া জাল-জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদী পক্ষের দায়ের কৃত দেওয়ানি মোকদ্দমায় ও আদালতের আদেশের মাধ্যমেও ২০১৫ ইং সালে ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোত জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ ৯ বছর ধরে ওই ৪৮ পরিবারের ওয়ারিশ সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা। অথচ মিস মোকদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে ৩৭ শতাংশ জমির নামজারি দেওয়া হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *