সাবেক কাউন্সিলর ও পূবাইল আ.লীগ নেতা শিরিষ গ্রেফতার

আইন-অপরাধ গাজীপুর

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মেঘডুবি এলাকা থেকে পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাকে আটক করে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, গাছা থানার একটি মামালায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, আ.লীগ নেতা আজিজুর রহমান শিরিষের নামে পূবাইল থানায় ২০১৩ সালে মিরের বাজারে বিএনপির মিছিলে চুমকির নির্দেশে পেটুয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করার অভিযোগে গত ৩ সেপ্টেম্বর পূবাইল থানায় একটি মামলা হয়। ওই মামলায় আসামি ছিলেন-পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, গাজীপুর সিটি কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লালসহ ৫৫ জন এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জন। এতে প্রধান আসামি ছিলেন গাজীপুর ৫ আসনের সাবেক এমপি মেহের আফরোজ চুমকি। সেই মামলায় শিরিষ জামিনে ছিলেন।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। তবে ডিসি জিএমপি অপরাধ (দক্ষিণ) এম.এন নাসির হোসেন জানান, একটু অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *