বশেমুরকৃবিতে বিশ্বব্যাপী গবেষণা তহবিল সংগ্রহ ও এর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর শিক্ষা

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘নেভিগেটিং গ্লােবাল ফান্ডিং: অ্যা কম্প্রিহেনসিভ গাইড ফর ইন্টারন্যাশনাল গ্র্যান্ট অ্যাকুইজিশন এন্ড ইউটিলাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে আন্তর্জাতিক তহবিল সংগ্রহ ও ব্যবহার নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট এবং কার্যকরী পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের আইকিউএসির সেমিনার কক্ষে  প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। আইকিউএসির অতিরিক্ত পরিচালক  প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণে বশেমুরকৃবির ডিন, পরিচালক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, বিভিন্ন প্রকল্পের পিআই এবং কো-পিআইবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *