নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
যথাযোগ্য মর্যাদায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন গাজীপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দরা।
দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত করা হয়।
সকালে গাজীপুর প্রেসক্লাবের ভবনের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু।
অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামছুল হক রিপন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সি:সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব, আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মিল্টন কন্দকার, ক্রীড়া,সাংস্কৃতি ও কল্যাণ সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য মুক্তিযোদ্ধা মো: সারওয়ার হোসেন, আবুল হোসেন চৌধুরী, বায়েজিদ হোসেন, সাব্বির আহম্মেদ, মাসুদ রানা, আব্দুর রহমান, শফিকুল ইসলাম, ইমন খান, আব্দুল মান্নান, রেজাউল করিম, সবুজসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সে সময় উপস্থিত ছিলেন।