জোড় ইজতেমা নিয়ে বিরোধ সাদপন্থি ১৫ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাদপন্থিদের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) সাথী মোহাম্মদ হোসেন।

সোমবার দুপুর ১২টায় শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন- সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০), ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কযেকজনকে গুরুতর আঘাত করেছে। পরে সড়ক পরিবহণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থিদের ৫ জন আহত হয়। এই ঘটনায় সাদপন্থিরা ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থি ৩৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে।

প্রসঙ্গত, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থিরা জোড় ইজতেমা করবেন ও জুবায়েরপন্থিরা করতে দিবে না বলে বিরোধ চলছে। এ অবস্থায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন। গতকাল জুবায়েরপন্থিদের সাংবাদিক সম্মেলনের পর সাদপন্থিরাও সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *