বিডিইউ-তে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ২০২৪ (সোমবার) এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সময় একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। সকাল ০৮ টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহিদ, ৯০ এর গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কমনা করেন।

উপাচার্য বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই।

উপাচার্য পুস্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের পক্ষ থেকে প্রাধ্যক্ষবৃন্দের নেতৃত্বে ছাত্র ও ছাত্রীহলের শিক্ষার্থীবৃন্দ সকাল ১১ টায় পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলসমূহে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, একাডেমিক ও প্রশাসনিক ভবন, হলসমূহ আলোকসজ্জা করা হয় এবং হলসমূহে শিক্ষার্থীদের জন্য রাতে উন্নত ভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *