গাজীপুরে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল সন্ধ্যায় জেলা কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী শাজাহান শাজুর বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। এর আগে চলতি মাসের শুরুতে ওই ভূক্তভোগী শাজাহান সাজু গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জানিয়েছিলেন তিনি এবং তার পরিবার সন্ত্রাসী তারেকের নেতৃত্বে খাইরুল ইসলাম আপন, নজরুল ইসলাম ও নয়ন, রুহুল আমিন, মাসুম, নাহিদ সহ ১০/১২জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। এসময় তারা বাড়ির গেইট ভেঙ্গে এবং ওয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় তারা দাবিকৃত চাঁদা না পেয়ে শাজুর স্ত্রী রহিমা খাতুন (৪০), ছেলে সাখাওয়াত হোসেন (২৫) ও ছেলের বৌ জেসমিনকে (২০) পিটিয়ে আহত করে বিভিন্ন মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ত্রাসীরা ওই বাড়ির ভাড়াটিয়াসহ ভাড়াকৃত পল্লী বিদ্যুৎ অফিস ছেড়ে দেয়ার জন্য হুমকি দিচ্ছে বলে শাজাহান শাজু অভিযোগ করেন।

কাপাসিয়া থানাধীন টোক নয়নবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবু হানিফ জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *