বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানুয়ারি থেকে প্রান্তিক খামারে উৎপাদন বন্ধ ঘোষণা

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

কর্পোরেট কোম্পানী সিন্ডিকেটের মাধ্যমে পোল্ট্রি শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। এই সিন্ডিকেট থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষার জন্য ৪ দফা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনে। পোল্ট্রি মুরগীর বাচ্চা ও খাবারের দাম না কমালে আগামী ১ জানুয়ারি থেকে সকল খামার বন্ধ করে দেওয়া হবে।

এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মল্লিক।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এসএম তোজাম্মেল হক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, এসোসিয়েশনের সহ সভাপতি মো: শাহিনুর ইসলাম,মো: ফজলুল হক,সহ সাংগঠনিক সম্পাদক কাজী শরিফ উদ্দিন প্রমুখ।

সভায় মো: সিরাজ উদ্দিনকে সভাপতি ও মো: আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, বয়লার মুরগী খাবারের দাম ২ হাজার থেকে ২১’শ লেয়ার মুরগীর খাবার ১৭’শ থেকে ১৮’শ টাকা ও সকল মুরগীর বাচ্চার দাম বাৎসরিক ভাবে ২০থেকে ২৫ টাকার মধ্যে আনতে হবে। এছাড়া মুরগীর খাদ্য ও বাচ্চা উৎপাদনের কর্পোরেট কোম্পানীর রেডি মুরগী ও ডিম উৎপাদন বন্ধ করতে হবে,প্রতি উপজেলায় ৩০০ জন খামারি সহজ শর্তে স্বল্প সুদে ৩ লাখ টাকার ঋণ দিতে হবে। তাদের এই দাবী না মানলে আগামী ১ জানুয়ারী থেকে দেশব্যাপী সকল মুরগীর খামার বন্ধ করে দেয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *