গাজীপুর মহানগরের সামান্তপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

গাজীপুর রাজনীতি সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

একনায়কতন্ত্র ও স্বৈরাচার শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছর ভালোভাবে কোনো সভা সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনায় সারাদেশে কর্মী সমাবেশ বাস্তবায়নে লক্ষে গাজীপুর মহানগরের ২৯ নং ওয়ার্ডের সামান্তপুর এলাকায় জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় সামান্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন । এ সভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৯ নং ওয়ার্ড গাজীপুর সদর মেট্রো থানা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে গুরা সদস্য ও  জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি, গাজীপুর সদর মেট্রো থানা ও জামায়াতে ইসলামী ২৯ নং ওয়ার্ডে সভাপতি ইঞ্জি.এফ.এম জাহিদ আহামেদ সভাপতিত্বে আরও বক্তব্য দেন-কেন্দ্রীয় মজলিসে গুরা সদস্য ও জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির মো: খায়রুল হাসান, সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী গাজীপুর সদর মেট্রো থানা আমির সালাউদ্দিন আইউবী,জামায়াতে ইসলামী গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির ছাদেকুজ্জামান খান,জামায়াতে ইসলামী গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির মু.জালাল উদ্দীন,জামায়াতে ইসলামী গাজীপুর সদর মেট্রো থানা সেক্রেটারি মো: রবিউল হক প্রমুধ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে গুরা সদস্য ও  জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির  অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন বলেছেন, ৫ আগস্ট দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে জনতার মুক্তি মিলেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গায়ের জোরে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতার টিকে থাকা যায় না। আজ তারাই পালিয়ে গেছে যারা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। দেশের স্বার্থে ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতের বিকল্প নেই

উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *