দূষিত দুর্গন্ধ পানিতে রোগাক্রান্ত এলাকাবাসী,গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুর সারা দেশ
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
কল-কারখানার বর্জ্যে বিষাক্ত দুর্গন্ধ দূষিত পানি থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দূষিত পানির কারণে ফসল হচ্ছে না,  এলাকার অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।
রোববার দুপুরে গাজীপুর মহানগরীর জাঝড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকায় সর্বস্তরের জনগন। দ্রুত পরিত্রাণের জন্য পরিবেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেছেন তারা।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে নগরীর ১৫, ১৭, ও ৩২নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডের উপর দিয়ে মোগড়খালটি প্রবাহিত হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ খালটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে প্রবাহিত হয়ে টঙ্গী খালে গিয়ে শেষ হয়েছে। খালটির সূচনা স্থান থেকেই দূষনের শিকার হয়ে আসছে। মহানগরীর ভোগড়া ও আশাপাশের এলাকার বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি ও বাজরের দূষিত পানি এ খালটি দিয়ে প্রবাহিত হয়। খালটির পাশে যারা বসবাস করেন এ খালের দুূষিত পানির ঝাঁঝালো গন্ধে বসবাস করা দূষ্কর হয়ে পড়েছে। খালপারের কোনো জমিতে ফসলাদি হয় না। লালন পালন করা যায়না কোনো গৃহপালিত প্রাণিও। এছাড়া খালের পাড়ে বসবাসকারী শিশু-নারী-পুরুষ ও সাধারণ মানুষের নানা প্রকার রোগ বালাই লেগেই আছে। তাই দূষণে অতিষ্ট এলাকার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খালটির দূষণে প্রচণ্ড দুর্গন্ধ হয়। দিনের বেলায় দুর্গন্ধ কিছুটা কম থাকলেও রাতে দুর্গন্ধ বাড়ে। দিনে এবং রাতে প্রচুর মশা দেখা যায়। এসব মশা হতে ডেঙ্গু রোগী বাড়ছে প্রতিদিন। পানি এতোই কালো যা ব্যবহার অনুপযোগী। কৃষকরা কৃষিসেচেও এ খালের কোন পানি ব্যবহার করতে পারছেন না।
মানববন্ধনে এলাকার শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানষ স্বত:স্ফূর্তভাবে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন শ্রমিকদল নেতা আক্তারুজ্জামান বাবুল, হাজী মুজিবুর রহমান, হাজী মোঃ নওয়াব আলী, আব্দুর রশিদ, আব্দুর রহিম, মোঃ সেলিম মিয়া, আবু হানিফ প্রমুখ।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *