![](https://dailyjagratobangladesh.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
ফুলকির আয়োজনে গাজীপুরে দিনব্যাপি ‘অপরাজিতা প্রকল্পের প্রথম পর্যায়ের মূল্যায়ন, অগ্রগতি ও শিখন বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাগর সৈকত কনভেনশন হল মিলনায়তনে ‘এইচ এন্ড এম’ ফাউন্ডেশনের সহযোগিতায় নারী পোশাক শ্রমিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ জীবন, কর্মদক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে অপরাজিতা Collective Impact on Future of Work in Bangladesh নামক প্রকল্পটি গাজীপুর জেলার গাজীপুর সিটি কর্পোরেশন এ বাস্তবায়ন করা হচ্ছে।
এ প্রকল্পের আওতায় বিভিন্ন অর্গানাইজেশন স্থানীয় জনগন, শিক্ষা প্রতিষ্ঠান এবং পোশাক শিল্প-কারখানায় বর্তমানে কর্মরত ও প্রক্তন নারী কর্মী, তাদের শিশু ও পরিবারের সদস্যদের জন্য ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দুই বছর মেয়াদী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বাস্তবায়নের উপর ভিত্তি করে অংশীজনের সাথে অপরাজিতা প্রকল্পের প্রথম পর্যায়ের মূল্যায়ন, অগ্রগতি ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলকির প্রকল্প ব্যবস্থাপক ফারাহ্ তহসীন, উপ প্রকল্প ব্যবস্থাপক শাহানা বেগম এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক তারিকুজ্জামান, প্রযুক্তিগত বিশেষজ্ঞ জনাব বিজান চৌধুরী, অপরাজিতা প্রকল্পের তহুরুন নেসা লাকী, মেহেরুন্নেসা সীমা, নাহিদা আফরিন, আকসানা বুবলি প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ এ প্রকল্পের মাধ্যমে তাঁদের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকল্পটি চলমান রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।