নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরে ৬৮ টি গির্জায় প্রার্থনা-সঙ্গীত, সমবেত প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপিত হচ্ছে।
গাজীপুরে কালীগঞ্জের খ্রীষ্টান পল্লী খ্যাত নাগরী এলাকায় সেন্ট নিকোলাস গীর্জায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সকালে শুরু হয় যীশু খ্রীষ্টের জন্মদিন উৎসব। আগত সকল শ্রেণি পেশার যিশু ভক্তরা সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন। গীর্জাায় আয়োজন করা হয় প্রার্থনা সভা।
এর আগে সকালে গির্জায় ঘন্টা ধ্বণি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্যদিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়। এসময় বর্ণিল সুরের মূর্চ্ছনায় প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।
একইভাবে পূবাইল থানা সংলগ্ন ভাদুনের নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে সকালে শুরু হয় যীশু খ্রিস্টের জন্মদিন উৎসব। আগত সকল শ্রেণি পেশার যিশু ভক্তরা সবার মাঝে ভাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন। এ গির্জায় আয়োজন করা হয় বৃহৎ প্রার্থনা সভা। এদিন সকালে গির্জায় ঘন্টা ধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্যদিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়।
এসময় বর্ণিল সুরের র্মূচ্ছনায় প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। বিপুলসংখ্যক যীশুভক্ত নারী-পুরুষ ও শিশুরা ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে প্রভুর যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনযাপন এবং সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন।
প্রভু যিশু প্রদর্শিত শান্তি, সহমর্মিতা, সম্প্রীতি ও সত্যের পথ সকল ভক্তের মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা করেন গির্জার পুরোহিত পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন গির্জার সহ-সভাপতি সুজয় পিউরিকেশন, সাধারণ সম্পাদক পবিত্র এফ কস্তা প্রমুখ।এ সময় সকল ধর্ম-বণর্ নিমেষে সকলের সাথে একত্রে কেক কেটে আনন্দ উপভোগ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: নাজমুল করিম খান।
একইদিন গাজীপুর মহানগরের ৩৪টি এবং গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় আরো ৩৪টি গির্জায় একযোগে বড়দিনের বিভিন্ন আচার-অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে।