নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
বাংলাদেশের সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। ‘সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের পথে এগিয়ে চলা ২০বছরে’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টেলিভিশন বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বৈশাখী টিভির গাজীপুর সংবাদদাতা মো: খায়রুল ইসলাম এর সভাপতিত্বে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোতাছেম বিল্যাহ ।
এসময় বক্তব্য রাখেন,গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,মনিরুজ্জামান মনির, সাবেক প্রিন্ট মিডিয়ার সভাপতি শরীফ আহম্মেদ শামীম, গাজীপুর প্রেসক্লাবের সদস্য এম এ ফিরোজ, বায়েজিদ হোসেন, জানে আলম,শফিকুল ইসলাম, আব্দুর রহমান,কাজী আব্দুল মান্নান, রেজাউল করিমসহ গাজীপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন গাজীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল,