ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে  হয়রানি বন্ধের দাবিতে কালীগঞ্জে  বিক্ষোভ  

গাজীপুর সারা দেশ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধ
গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলনের বক্তারপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আকরাম হোসেন খান ও তার পরিবারের সদস্যদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে  হয়রানি করে জোরপূর্বক জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন খান উরুফে তোফায়েল গংদের বিরুদ্ধে।
এ সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত তোফায়েল এর নিকট জানতে চাইলে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন- মামলা দিয়েছি প্রয়োজনে আরো মামলা দিব । আমি শিক্ষানবি উকিল। আমি সবই বুঝি।
মোয়াজ্জেম গংদের নানা  কুকর্ম ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সোমবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নাওয়ানের  মোড়ে ইসলামী আন্দোলন কালীগঞ্জ শাখা ও বেরুয়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছ।
সভায় বক্তব্য রাখেন – ইসলামী আন্দোলন কালীগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ  আব্দুল আউয়াল, মোজাহিদ কমিটির সভাপতি মাওঃ ইসমাইল হোসেন মির্জা, সাধারণ সম্পাদক কবির হোসেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমুদুল কবির খান  নাঈম, খাজা হোসেন খান, ইউসুফ চৌধুরী, হেমায়েত হোসেন, শরিফুল হাসান, ভূক্তভোগী আক্রাম হোসেন খান,  মোজাম্মেল হক খান, হাবিবুর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন খান নইম জানান, মোয়াজ্জেম গংদের অত্যাচার অতিষ্ঠ এলাকাবাসী। তাদের অপকর্মের কেউ প্রতিবাদ করলেই   ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায়   হাজতবাস করতে হয়।
গ্রামের প্রায় ৫০ জনেরও বেশি লোককে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছো বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা তার হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *