নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরের আটাবহ এলাকায় গত বুধবার বিকেলে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচাচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আটাবহ এলাকায় মেসার্স জেআরবি ব্রিকস, মেসার্স স্ট্রং ব্রিকস্, এবং মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচার নামের তিনটি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন করে ভাটা চালিয়ে আসছিলেন এমন সংবাদেও ভিত্তিতে ওই ভাটাগুলিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে তিনটি ইটভাটার চিমনি ভেঙে উচ্ছেদ ভাটা উচ্ছেদ করা হয়।
আদালত পরিচালনায় সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মইনুল হক, গাজীপুরের পরিবেশ অধিদপ্তর পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও উপজেলার পুলিশ সদস্যবৃন্দসহ অন্যান্যরা।
ইট ভাটা বন্ধে স্থানীয়রা প্রশাসনের কর্মকর্তাসহ যারা আদালত পরিচালনায় সহযোগীতা করেছে তাদের স্বাগত জানিয়েছে। ভবিষ্যতে এসব অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা অব্যাহত রাখার দাবী করেন।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, “পরিবেশের সুরক্ষা এবং আইনানুগ কার্যক্রম নিশ্চিত করতে আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো।” যারাই সরকারের অনুমতি ব্যতিত ভাটা স্থাপন করে ইট ভাটা চালিয়ে পরিবেশ দূষণ করবে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।