জামায়াতের শোভাযাত্রা ‘সন্ত্রাসমুক্ত সুন্দর জনপদ গড়তে চাই’

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ খায়রুল হাসান বলেছেন, রাসূল (সা.) সত্যের বার্তা নিয়ে গোটা দুনিয়ার মানুষকে সাম্য-সমৃদ্ধি, সন্ত্রাসমুক্ত ও সৌহার্দ্যপূর্ণ জনপদ উপহার দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিছক কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, রাসূলের সেই আদর্শের বার্তা নিয়ে আজকে সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ন্যায় ও ইনসাফের দাওয়াত দিচ্ছি। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর জনপদ গড়তে চাই।

শুক্রবার সকালে নগরীর ৪১নং ওয়ার্ডের পূবাইল আদর্শ কলেজের সামনে সাম্য সম্প্রীতি সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা সর্বত্র পৌঁছে দিতে গাজীপুর মহানগরের পূবাইল থানা জামায়াতে ইসলামী আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতে নায়েবে আমীর মুহাম্মদ খায়রুল হাসান এসব কথা বলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি পূবাইল থানা আমীর আশরাফ আলী কাজলের সভাপতিত্বে নগরীর ৪১নং ওয়ার্ড পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে গাজীপুর সিটি জোন-২ তালটিয়া, ভাদুন ইছালি,কোদাব,মেঘডুবি,মাজুখান,মীরের বাজার,বিন্দান,নন্দী বাড়ি, হারবাইদ এলাকাসহ পুবাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পূবাইল আদর্শ কলেজে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর জেলা আইন বিষয়ক সম্পাদক ও (গাজীপুর ৫) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোখলেছুর রহমান,কালিগঞ্জ উপজেলা আমীর মাহমুদুল হাসান, নায়েবে আমীর আফতাবউদ্দীন, থানা সেক্রেটারি মো: মোঃ তাজুল ইসলাম, পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা, সেক্রেটারি হারুন রশীদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *