নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুর সদর রথখোলা এলাকা হতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক জেলা ছাত্রলীগ নেতা, বারিয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব জহিরুল ইসলাম খান জহিরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
জানা যায় আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগর সদর এলাকার রথখোলা হতে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব জহিরুল ইসলাম খান জহিরকে ১টি প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে গাজীপুর মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশ। তাকে বর্তমানে মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে ।
তিনি সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকি’র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। জহিরুল ইসলাম খানকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।