গাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত এসপির মতবিনিময়

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় করেছেন। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিমিয় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলামের সঞ্চালনায় নবাগত পুলিশ সুপার ছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি ইত্তেফাকের মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের শাহ সামছুল হক রিপন, সিনিয়র সহ সভাপতি দিনকালের স্টাফ রিপোর্টার মো: দেলায়ার হোসেন, সহ সভাপতি সংগ্রামের রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক দেশ রুপান্তরের আমিনুল ইসলাম, দৈনিক সমকালের ইজাজ আহামেদ মিলন, আজকের পত্রিকার এম. আসাদুজ্জামান সাদ, ইনকিলাবের আব্দুল মতিন, নাগরিক টিভির মো: আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

নবাগত পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক সকলের বক্তব্য শুনেন। বিভিন্ন বিষয়ের জবাব ও সমাধানের আশ্বাস দেন।

মতবিনিমিয় সভায় নবাগত পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক জেলার আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি এখানে এসেছি, কয়েকদিন হলো। আমার সাথের অধিকাংশ অতিরিক্ত পুলিশ সুপার নতুন। বলা যায়, আমি একটি ভালো টিম পেয়েছি। আশা করছি, আমরা গাজীপুরের মানুষকে ভালো পুলিশিং সেবা দিতে পারব। আমরা চেষ্টা করতে চাই। আমাদের কাজ করার সুযোগ দিন। সহযোগীতা করুন।

মতবিনিময় সভায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান (অর্থ ও প্রশাসন), খন্দকার আশফাকুজ্জামান ও আবু খায়েরসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *