কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক ও যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রিপন মিয়া (৩৩) নামের আরেক যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সাড়ে ৪টার দিকে পাইকপাড়া বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড় কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ী বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাওনাগামী ইটভর্তি (ঢাকা মেট্রো-ট ১৫-২০২৯) একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার যাত্রী অয়ন রায় ও সুদীপ দাস মারা যান।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে একজনের ও হাসপাতাল থেকে দুজনের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাক আটক করে।

কালিয়াকৈর থানার এসআই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত একজনের লাশ উদ্ধার করা হয়। অন্য দুজনের লাশ উদ্ধারে হাসপাতালে পুলিশ পাঠানো হযেছে। এ ছাড়া ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *