নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান স্লোগানে সোমবার বিকালে প্রকম্পিত হয়ে উঠে গাজীপুর শহর।
শহরের জোরপুকুরপাড় থেকে রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাজবাড়ি সড়কে এ মিছিলটি দীর্ঘ হয়।
এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম। পরে মিছিলটি রেলগেটে হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বিএনপি নেতা নীনা মোস্তাফা, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি, অ্যাডভোকেট শরীফ উদ্দিন, রায়হান আল মাহমুদ রানা, যুবদল নেতা শরিফ আজাদ, ছাত্রদল নেতা ইমরান রেজা, মহিবুর রশিদ মারুফ, মাহফুজ খান প্রমুখ। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল বয়সে তরুণ।
বক্তারা বলেন, বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশবাসী স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা এরইমধ্যে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এসময় গাজীপুরে যেন কেউ সন্ত্রাস ও চাঁদাবাজি করতে না পারেন, সেজন্য বিএনপির সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তারা।