
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে অভিযানের মাধ্যমে দুটি ইট ভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। এসময় স্থাপনার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
বুধবার দিনব্যাপী এই অভিযান চলে বিকেল পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এ সময় সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুরের গবেষণা কর্মকর্তা মো. মকবুল হোসেন ও একই অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমিন।
অভিযান সূত্রে জানা যায়, নিয়ম না মেনে ইট উৎপাদন করছে উপজেলার বরমী ইউনিয়নের কয়েকটি ইটভাটা। খবর পেয়ে বরকুল গ্রামে মেসার্স মা ব্রিকস এর কার্যক্রম বন্ধ করা হয়। পরে বিকেলে একই ইউনিয়নের বরামা গ্ৰামের গাজী অটো ব্রিকস বন্ধ করা হয়। অভিযানের সময় ভাটা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
সূত্র আরো জানায়, ১২০ ফিটের উপরে উচ্চতা হওয়ার কারণে ভাটার চিমনি ভাঙা যায়নি। তাই উৎপাদন বন্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিস ডেকে ভাটাগুলোর ইট পোড়ানোর চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
আগে শ্রীপুরে ১৭টি ভাটা ছিল। বিভিন্ন সময় বেশকিছু বন্ধ কর হয়। সর্বশেষ ৯টি ইটভাটা ছিল । এর মধ্যে গত দুই দিন আগে পরিবেশ অধিদপ্তর ভেঙে দিয়েছে। বাকিগুলোর মধ্যে বুধবারের অভিযানে আরো দুটোকে বন্ধ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করে ইটভাটাগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুটি ভাটা বন্ধ করা হয়। অবৈধ উপায়ে ইট উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চলবে।’