নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ও ধনুন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪টি মামলায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ও বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত পৃথক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার নাগরী ইউনিয়নের ধনুন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অপর বিচারক তনিমা আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার তিনটি মামলায় ৬৫ হাজার টাকা করে ১ লক্ষ পঁচানব্বই হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের এ বিচারক।