নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। জুলাই-আগস্টে আন্দোলন চলার সময় থেকে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে।
পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের পর মরদেহগুলো ফরেনসিক বিভাগের মর্গের হিমাগারে রাখা হয়েছে। শাহবাগ থানা বলছে, লামগুলো জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ের। তবে কখন কিভাবে তারা নিহত হলেন এবং কবে লাশগুলো ঢামেকে আনা হলো তা জানা যায়নি।
মর্গে থাকা লাশলোর মধ্যে রয়েছে- অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।
লিখিত বক্তব্যে বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম বলেন, ‘রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি, ঢামেক হাসপাতালের মর্গে গণ-অভ্যুত্থানে শহীদ ছয়জনের বেওয়ারিশ লাশ রয়েছে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ৬টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে রয়েছে বলে জানান ওসি। পরে বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে।
সংবাদ সম্মেলনে হাসান ইমাম আরও বলেন, ‘লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে ‘আঘাতজনিত’। একজনের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে। লাশগুলোর ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘শাহবাগ পুলিশ আমাদের জানিয়েছে যে এই লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। তাই আমরা বিশ্বাস করি যে, তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদ। তবে লাশগুলো কবে এখানে আনা হয়েছে পুলিশ তা স্পষ্ট করেনি।
কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।