দেশের সর্বত্র তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

জাতীয় সারা দেশ

নিজস্ব প্রতিবেদক:

পৌষ মাসের শেষে সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। রাজধানীতেও জেঁকে বসেছে শীত। সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। তীব্র শীত এখন দেশের সর্বত্র। এরই মধ্যে ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।

শুক্রবার (১০ জানুয়ারি) আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েকটি এলাকায় অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার ছিল ৫ জেলায়, শুক্রবার বেড়ে হয়েছে ১০ জেলায়। আগামীকাল থেকে দুই-তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে না। কারণ দুই দিন তাপমাত্রা বাড়তে পারে। আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারির দিকে আবারও শৈত্যপ্রবাহ বাড়বে।

তিনি বলেন, শুক্রবার সারা দেশেই সূর্যের দেখা মিলেছে। তবে বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আগামী ১০ দিনের পূর্বাভাসে ঢাকায় শৈত্যপ্রবাহের কোনো আভাস দেখছি না।

শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী শনি ও রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তীব্র শীত থাকারও সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

হাসপাতালে বাড়ছে রোগী:

শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর শিশু হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনের আনাগোনা। বেশির ভাগই লড়াই করছে তীব্র ঠান্ডার সঙ্গে। বয়স্কদের অবস্থাও বেহাল। শীত না পড়তেই ভর্তি হতে হয়েছে হাসপাতালে। রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের চিকিৎসক সকরা আফরিন এ জাহান জানান, আগে থেকে সতর্কতার অভাবে ওয়ার্ডগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি জটিল হচ্ছে। তাই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঘরে ব্যবস্থা রাখতে হবে।

রাজধানীসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত:
 
শুধু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোতেই নয়, রাজধানীসহ দেশের প্রায় সর্বত্রই আজ তীব্র শীতের প্রকোপ ছিল। শীতে চরম ভোগান্তিতে পড়েছেন ফুটপাতে বসবাস করা ছিন্নমূল মানুষ। শীতল বাতাসে পাতলা কম্বল জড়িয়ে কোনো রকম শীত নিবারণের চেষ্টা করছেন তারা। অনেকের কপালে তাও জোটেনি। রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে মানবেতর এ চিত্র দেখা যায়। অনেকেই রাতে না ঘুমিয়ে আগুনের পাশে বসে রাত কাটাচ্ছেন আর ঘুমাচ্ছেন দিনের বেলা।

শীত নিবারণে গরম কাপড় না থাকায় ছিন্নমূল আর হতদরিদ্র পরিবারগুলোর মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *