
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আরেফিন কাওছার এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
অনুষ্ঠানে আইপিই বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামারুজ্জামান, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আইপিই এলামনাই অ্যাসোসিয়েশন অব ডুয়েট-এর সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান এবং এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মাহাবুবুর রহমান বলেন, “বিভিন্ন সময়ে সেমিনার, পুনর্মিলনী ও প্রশিক্ষণ সেশনের আয়োজনের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করবে এলামনাই অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “ডুয়েট আইপিই বিভাগে প্রথমবারের মতো এলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, যা অন্যান্য বিভাগের জন্য দৃষ্টান্ত। এবং তিনি শিক্ষা কার্যক্রম, গবেষণা, বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও র্যাংকিং উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।”
উক্ত সভায় আইপিই বিভাগের ইতিহাস, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।