
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
গাজীপুর জেলার সদর উপজেলাধীন বাড়িয়া ইউনিয়ন এর কেশরিতা বাজারে জোর পূর্বক আধা পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে একটি স্বার্থানেস্বী মহলের বিরুদ্ধে।
গাজীপুর জেলার সদর উপজেলাধীন বাড়ীয়া ইউনিয়নের কেশরিতা বাজার কমিটি ও এলাকা বাসীর অভিযোগ আলোকে জানাযায়, কোন অনুমতি ছাড়াই পুরাতন একটি ক্লাবের নাম নিয়া একটি স্বার্থান্বেসী মহল একটি আধা পাকা ঘর নির্মাণ করিতেছে। যাহার দৈর্ঘ ২৬ ফুট প্রস্থ ১৪ ফুট। যেহেতু বাজারটি একটি সরকারী সম্পত্তি। ইহা পরিচালনার জন্য একটি বাজার কমিটি বিদ্যমান আছে এবং এলাকাবাসীরও সার্বিক সহযোগিতা আছে।
উক্ত স্বার্থান্বেসী মহল, এলাকাবাসী ও বাজার কমিটিকে উপেক্ষা করে বিভিন্ন ভয়-ভীতি ও প্রশাসনের হুমকি দেখিয়ে, এসব কাজকর্ম করিতেছে। যাহার কারণে শান্তিপ্রিয় গ্রাম ও বাজারের সামাজিক পরিবেশ নষ্ট হইয়া যাইবে ও বিভিন্ন প্রকার দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হইতে পারে মর্মে বাজার কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে । উক্ত ঘর নির্মানের দায়িত্বে থাকা হারেজ জানান এ ঘর নির্মানের বিষয়ে কোন পারমিশন আছে কি না সে জানে না সে শুধু সদস্য।