বশেমুরকৃবি’তে ৩ দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন শুরু

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘সবুজে বাঁচি, পরিচ্ছন্নতায় সুন্দর ক্যাম্পাস গড়ি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সুবিধার্থে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে সোমবার ১৩ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত এ সেমিনার কার্যক্রম চলে। এতে অংশগ্রহণ করেন বশেমুরকৃবি’র সকল পরিচ্ছন্নতাকর্মী এবং মালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সেমিনারের শুভ উদ্বোধন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। পরিচ্ছন্নতা কার্যক্রমের এ সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। এ সময় সেমিনারের মূল বক্তব্য অনুযায়ী সবুজে বাঁচার গুরুত্ব, পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং পরিচ্ছন্নতা রক্ষায় কর্মীদের ভূমিকাসহ কর্মীদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভূত সমস্যা-সমাধানের উপায়ে বিস্তর আলোচনা করেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম।

অন্যদিকে পুরো ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সবুজায়ন সংশ্লিষ্ট কার্যক্রমের ভিডিও এবং ছবি নিয়ে একটি প্রাণবন্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। শেষে উপস্থিত কর্মীদের গ্রুপ ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতামত গ্রহণ করে কীভাবে ক্যাম্পাসকে আরো মনোরম করে গড়ে তোলা যায় সে বিষয়ে চমকপ্রদ নতুন ধারণা উপস্থাপন করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। উপস্থাপকবৃন্দের আলোচনায় এ বিশ্ববিদ্যালয়কে পরিবেশ ও সবুজায়ন করার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে জড়িত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত হয়।

এদিকে কর্মীদের এ বিষয়ে সার্বিক ধারণা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য উপস্থিত কর্মীগণ উচ্ছ্বাস প্রকাশ এবং আইকিউএসি টিমকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *