
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিএনপি। বুধবার বিকেলে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকার ঢাকা-টাঙ্গাইল পাশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরীর ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা রায়হান আহমেদ হৃদয়।
প্রধান বক্তা ছিলেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। বক্তব্য রাখেন বাসন থানা বিএনপি নেতা গিয়াস উদ্দিন, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক আহামেদ সরকার, বিএনপি নেতা আমিনুল ইসলাম, আব্দুর রশিদ ঢালী, ইকবাল মাহমুদ, হাজী শহিদুল ইসলাম, শাহাজ উদ্দিন সরকার, মোঃ রফিকুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল মজিদ তালুকদার, শাহিনুর ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একশ্রেণীর চাঁদাবাজ এবং সন্ত্রাসী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা ভোগরা বাইপাস সহ আশপাশের এলাকায় বিভিন্ন দোকানপাট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। যাতে বিএনপির সুনাম ক্ষুন্ন হচ্ছে।
এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান বক্তারা।