গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার পিরুজালী  এলাকার রুপসা রিসোর্টে এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।

এতে গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। সকাল ৯ টায় প্রেসক্লাব চত্বর থেকে বাসে করে  ও সদস্যদের ব্যক্তিগত গাড়িতে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান তারা।

সকাল থেকে  শুরু হয়  বিভিন্ন ধরনের খেলাধুলা। এতে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। ফ্যামিলি ডে’র দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, পায়েস, বড়ই ইত্যাদি। খেলাধুলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, বল দিয়ে গোল বারে গোল দেওয়া।

ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, জেলা জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- অতিথিরা ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিকেলে ক্লাবের সভাপতি একাদশ বনাম সাধারণ সম্পাদক একাদশের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই দলের জার্সি পরিহিত ফুটবল খেলা দেখে দর্শকরা মুগ্ধ হয়। পরে, আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেল ড্র’তে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের দক্ষ নেতৃত্বে ফ্যামেলি ডে অনুষ্ঠান  সফলভাবে সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি খায়রুল ইসলাম. সাবেক সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাবেক  সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, শরীফ আহমেদ শামীম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন সজীব, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজামান, মাসুদ রানা, আজিজুল হক, সাংগঠকি সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ মিলটন খন্দকার, ইজাজ আহমেদ মিলন, রাজিবুল হাসান প্রমুখ।

ঝাঁকজমকপূর্ণ ফ্যামেলি ডে অনুষ্ঠিত করায় কমিটিকে ধন্যবাদ জানান  অতিথি ও সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *