গাজীপুর মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেফতার

আইন-অপরাধ গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

৩৫ মামলার আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে রুপায়ন সিটির একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। তিনি বলেন, মামুন মন্ডলকে টঙ্গী পূর্ব থানার মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ রুপায়ন সিটির একটি আবাসিক ভবন থেকে আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেপ্তার করে। আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তার নামে বৈষম্যবিরোধী হত্যা মামলা সহ ৩৫টি মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামুন মন্ডলকে রুপায়ন সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী হত্যা মামলা আছে।

তিনি,গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার ভোটে নির্বাচিত সাবেক কাউন্সিলর ও গাছা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *