গাজীপুরে আ.লীগ নেতা মোখলেছ গ্রেফতার

আইন-অপরাধ গাজীপুর

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে মহানগরীর বাসন থানার চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতার মোখলেছুর গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের চান্দপাড়া এলাকার মান্নান সরকারের ছেলে।

জানা যায়, আওয়ামী সরকারের আমলে গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডে একক রাজত্ব কায়েম করেছিলেন মোখলেছুর। তার বিরুদ্ধে সন্ত্রাস, জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর প্রভাশালী আওয়ামী লীগ নেতা হিরা সরকারের অন্যতম সহযোগী ছিলেন তিনি।

আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ওসি মো. কায়সার আহমেদ। তিনি জানান, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *