সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের সাফারি পার্কের দেয়াল টপকে একটি নীলগাই লোকালয়ে চলে গেছে। এখন ওই নীল গাইকে পার্কে ফিরিয়ে আনতে গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাজুড়ে অভিযান চালাচ্ছে বন বিভাগ। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন নীলগাইয়ের প্রজনন মৌসুম চলছে। ১৬ জানুয়ারি পালানোর দিন এক মাদী নীলগাইয়ের সঙ্গে একাধিক পুরুষ নীলগাই প্রজননের কাজে লিপ্ত হতে যায়। এ সময় মাদী নীলগাইয়ের সঙ্গে কে প্রজননে অংশ নিবে তা নিয়ে পুরুষ নীল গাইগুলোর মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে একটি পুরুষ নীলগাই জরাজীর্ণ সীমানা প্রাচীর ভেঙে লাফিয়ে বেরিয়ে লোকালয়ে চলে যায়।

তাৎক্ষণিকভাবে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ফেরানো সম্ভব হয়নি। নীলগাইটি দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। নীলগাইটি বিভিন্ন সময়ে গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করছে বলে জানা গেছে। আমরা স্থানীয়দের সতর্ক করছি ও নীলগাইয়ের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য ওইসব এলাকায় মাইকিং করছি। এরা অত্যন্ত শক্তিশালী প্রাণী। নীল গাই প্রাকৃতিকভাবেই বনে জঙ্গলে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এরা এতো দ্রুতগতিতে চলে যে তাদের ট্রাঙ্কুলাইজিং করা সম্ভব হয় না।

রফিকুল ইসলাম জানান, নীলগাইটি ১৮ জানুয়ারি সকালে ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায়, বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সখিপুর থানার কালমেঘা এলাকায় ছিল। রাতে খোঁজ করে নীলগাইটির সন্ধান মেলেনি। ১৯ জানুয়ারি পার্কের পাশে শ্রীপুর উপজেলার জয়নাতলী এলাকায় খোঁজ পাওয়া যায়। আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছে ধরার জন্য বেড় তৈরি করার সময় কুকুর ধাওয়া দিলে নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে ফের নীলগাইটির সন্ধান মিলে। আজকে আমরা নীলগাইয়ের কোনো খোঁজ পাইনি। নীলগাইয়ের খোঁজে এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশপাশি স্থানীয়দের সতর্কও করা হচ্ছে। প্রাণীদের নিরাপত্তায় পুরোনো দেয়াল সংস্কার করা জরুরি বলে তিনি জানান।

২০২১ সালে এই পার্ক থেকেই আরেকটি নীলগাই পালিয়ে যায়। দুই মাস পর টাঙ্গাইলের মধুপুর থেকে লোকালয়ে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে আনা হয়েছিল।

পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সাফারি পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। নীলগাইটি পালিয়ে যাওয়ার পর এখন সেখানে রয়েছে ১০টি। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া চারটি নীলগাইকে সাফারি পার্কে আনা হয়। সেখানেই তারা নতুন বাচ্চার জন্ম দিয়ে দলের সংখ্যা বাড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *