
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
সমৃদ্ধির বাংলাদেশ গঠনে অগ্রযাত্রার অংশ হিসেবে আস সুন্নাহ কল্যাণ তহবিল এর উদ্যোগে দরিদ্রদের মাঝে স্বাবলম্বীকরণ গবাদি পশু, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় পশ্চিম সামান্তপুর পাড়া জামে মসজিদ সংলগ্ন । গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওয়ার্ড পশ্চিম সামান্তপুর আস সুন্নাহ কল্যাণ তহবিল এর উদ্যোগে দরিদ্রদের মাঝে স্বাবলম্বীকরণ গবাদি পশু, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত তাদের চাহিদা অনুসারে গবাদি পশু, শেলাই মেশিন, সামারসিবল টিউবওয়েল,মুদির দোকানের সামগ্রী ও শীতার্ত এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় ৫০ জন সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে কম্বল, শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক পেনেল মেয়র হাসান আজমল ভূইয়া।
পশ্চিম সামান্তপুর আস সুন্নাহ কল্যাণ তহবিল সাধারণ সম্পাদক ও বারি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিক এর সঞ্চালনায় পশ্চিম সামান্তপুর আস সুন্নাহ কল্যাণ তহবিল সভাপতি ও সাবেক কাউন্সিলর খায়রুল আলম বিএসসি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ডা.মতিজুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরি কামরুল ইসলাম, সমান্তপুর সমাজ সেবক সামছুল হক,মোসলেম উদ্দিন,আব্দুল লতিফ, নুরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান অতিথি হাসান আজমল ভূইয়া বলেন, পশ্চিম সামান্তপুর আস সুন্নাহ কল্যাণ তহবিল এটি একটি ভালো উদ্যোগ যে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের যার যার চাহিদা অনুসারে তাদের স্বাবলম্বীকরণ গবাদি পশু, সেলাই মেশিন, শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
পশ্চিম সামান্তপুর আস সুন্নাহ কল্যাণ তহবিল এর সভাপতি খায়রুল আলম বলেন, আমাদের এই পশ্চিম সামান্তপুর আস সুন্নাহ কল্যাণ তহবিল বয়স মাত্র একবছর আমরা আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করার উদ্যোগ নিতে চাচ্ছি। তাই সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার জন্য আহবান করে বলেন আমরা যুদি সকলে মিলে অর্থ দিয়ে শ্রমদিয়ে বিভিন্ন ভাবে দুস্থ অসহায়দের মাঝে সহযোগীতা করি তা হলে দরিদ্রদের মাঝে স্বাবলম্বীকরণ উপকরণ আরো বড় পরিসরে মানুষকে সার্বিক সহযোগীতা করতে পারব।