কালিয়াকৈরে অবৈধভাবে মাটিকাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

গাজীপুর সারা দেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ বিচারিক আদালতের বিচারক ।

বৃহস্পতিবা সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ বিচারিক আদালতের বিচারক দিল আফরোজ এ সাজা প্রদান করেন।

ভ্রাম্যমান বিচারিক আদালতসুত্রে জানাগেছে উপজেলার ফুলবাড়িয়্ এলাকায় মাটি ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। এমন সংবাদেও ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধ ভাবে মাটি কাটার সাথে জড়িত আশরাফুল আলম, পিতা আমিনুর রহমান মোঃ গাফফার খান পিতা আবুল হেসেন খান মোঃ াশরাফ পিতা জসিম উদ্দিন ও মোঃ ফারুক হোসেন পিতা লোকমান হোসেন নামের চারজনকে আটক করে । পরে তাদের মোবাইল কোর্টে হাজির করে বিচারিক আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ধারায় তিরজনকে ১৫দিন করে ও একজনকে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান বিচারিক আদালতের বিচারক দিল আফরোজ যায়যায়দিনকে জানান উপজেলার যেখানেই মাটি ব্যবসায়ীরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করে অবৈধ ভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাদের যারা সম্পৃক্ত থাকবে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। তবে এসব অপরাদ নির্মুল করওতে হলে এলাকার জনগনের আরো সচেতন হতে হবে।

এসময় আদালত পরিচালনায় সহযোগীতা করে উপজেলা ভুমি অফিসের কর্মচারীসহ থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *