৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি শুক্রবার। ময়দান প্রস্তুতকরণের কাজ এখনও চলছে।

গাজীপুর এবং আশেপাশে জেলার তাবলীগ জামাতের মুসল্লিদের পাশাপাশি ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরাও স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ করে চলেছেন। এরই মধ্যে ময়দান জুড়ে চটের শামিয়ানা স্থাপনের এগিয়ে চলছে ,আগামী তিন চার দিনের মধ্যে চটের তৈরি শামিয়ানা স্থাপনের কাজ শেষ হবে বলে মুসল্লিরা জানান। অজু গোসলের জায়গা মেরামত, পানি ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ময়দানের আভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। এখন ময়দান জুড়ে খিত্তা বিভক্তি করণ, বিদ্যুৎ ও মাইক স্থাপনের করছেন মুসল্লিরা। অপরদিকে মুসল্লিদের যাতায়াতের জন্য তুরাগ নদীর উপর ভাসমান সেতু স্থাপনের কাজ করছেন সেনাবাহিনী। এছাড়া ময়দান জুড়ে নিরাপত্তা পরিষদের এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন করছেন র‌্যাব।

ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশের পক্ষ থেকেও নিয়ন্ত্রণ কক্ষ পর্যবেক্ষণ টাওয়ার, টহল টিম গঠন করে ময়দান জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তার দায়িত্বে র‌্যাব,আনসারের পাশাপাশি বিজিবির টহল টিম থাকবে।

প্রতিদিন ভোর থেকে শীত উপেক্ষা করে ময়দানে মুসল্লিদের এই শ্রম কোনো অর্থ বা প্রাপ্তির বিনিময়ে নয় বরঞ্চ স্বেচ্ছাশ্রমের মাধ্যমেই সকল কাজ সমাপ্ত করে চলেছেন মুসল্লিরা। দ্বীনের দাওয়াতের মেহমানদের সেবার মাধ্যমে মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার জন্যই তাদের এই শ্রম।

আগামী ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিবেন মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামির তাবলীগ মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি থেকে,কিন্তু এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সভায় এই তারিখ পরিবর্তন করে দ্বিতীয় পর্ব শুরুর দিন ধার্য করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিবেন মাওলানা সাদ অনুসারী তাবলীগ মুসল্লীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

তাবলীগ মুরুব্বি জুবায়ের গ্রুপ এবং মাওলানা সা’দ গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ এবং কয়েকজন মুসল্লী নিহত হওয়ার ঘটনার পর ময়দান জুড়ে এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষ্যে তাবলীগ জামাতের জুবায়ের অনুসারীদের মুখপাত্র হাবিবুল্লা রায়হান জানান, প্রস্তুতির কাজ ইতোমধ্যে ৮০ভাগের মতো শেষ হয়েছে। এখন শুধু মাঠের শামিয়ানা টানানোর কিছু অংশ বাকি আছে। আল্লাহর রহমতে ইজতেমার শুরুর আগেই সকল কাজ শেষ হবে। এবারে আশা করা হচ্ছে, বিদেশি মেহমানদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। মুসল্লীদের সুযোগ সুবিধার সকল প্রকার ব্যবস্থা হয়েছে।

বিশ্ব ইজতেমার নিরাপত্তা বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি মাথায় রেখে বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে। পৃথকভাবে তাদের সাথে কথা হয়েছে। সকল ক্ষেত্রেই এবার বিশেষ নজরদারি থাকবে রক্ষাকারী বাহিনীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *