বিশ্ববিদ্যলয়ের চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনে বাউবির উপাচার্য

সারা দেশ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ রবিবার বিশ্ববিদ্যলয়ের (বাউবি) নির্মাণাধীন চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন অফিস ভবনের স্থগিত কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এস্টেট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ উল আলম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: শাহরীয়ার সাহান, উপাচার্যের একান্ত সচিব ও যুগ্ম পরিচালক মো. নাসির উদ্দিন, চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মো. ইব্রাহিম খলিল ও উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আবু মুসা ভূঁইয়া।

পরিদর্শন শেষে উপাচার্য চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন ১৭টি স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপাচার্য বলেন, মানসম্মত ও জীবনমূখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষক সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। বিভিন্ন স্টাডি সেন্টার থেকে আগত সমন্বয়কারী ও টিউটরদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আহ্বান জানান। এছাড়াও উপাচার্য স্টাডি সেন্টারের যৌক্তিক দাবি যথাসম্ভব বাস্তবায়নে তাদেরকে আশ্বস্ত করেন। একই সঙ্গে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের অধ্যক্ষ প্রফেসর আ. মান্নন, চাঁদপুর সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরানবাজার ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষ মো. শোয়াইব, হাইমচর ডি‌গ্রি ক‌লে‌জের অধ্যক্ষ কামরুল ইসলাম, রয়ম‌নেন নেছা ম‌হিলা ডি‌গ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র সরকার, হাজীগঞ্জ ম‌ডেল সরকা‌রি ক‌লে‌জের সমম্বয়কারী ফারুক আহ‌ম্মেদ, মে‌হের ডি‌গ্রি ক‌লে‌জের টিউটর ইউনুস মিয়াজী, গৃদকা‌লি‌ন্দিয়া হা‌জেরা হাসমত ডি‌গ্রি ক‌লে‌জের সমম্বয়কারী দে‌লোয়ার হো‌সেন, হাসান আলী সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের সমম্বয়কারী আ. মান্নান, মতলব জে‌বি সরকা‌রি উচ্চ‌বিদ্যাল‌য়ের সমম্বয়কারী জা‌বেদ হো‌সেনসহ উপস্থিত টিউটরগণ বাউবি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *