গাজীপুরে বিক্ষোভে যোগ দিয়েছেন হাসনাত ও সারজিস

গাজীপুর

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রাজবাড়ি উপজেলায় প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা।

আড়াইটার দিকে তাদের সঙ্গে যোগ দেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখনো বিরাজমান আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, রামদা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ছিল পরিকল্পিত।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন এ হামলা করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসের খান বলেছেন, রক্তের বদলা রক্ত নয়, ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে করতে হবে।

নেতাকর্মীরা আরও বলেন, গতরাতে আওয়ামী দোসররা পরিকল্পিতভাবে ছাত্রদের ফাঁদে ফেলে হামলা করেছে। গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর আলমের পালিত কুকুরেরা এ হামলা করেছে। আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করেছিল। সাধারণ মানুষ এভাবে হামলা করতে পারে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *