
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
সাদপন্থীদের আয়োজনে অনুষ্ঠিতব্য টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, গতকাল আপনারা শুনছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিশ্ব ইজতেমায় হামলা হতে পারে। যে মোবাইল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব ইজতেমায় হামলার গুজব ছড়ানো হয়েছে, আতংক সৃষ্টিকারী সেই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান প্রেসব্রিফিংয়ে আরো বলেন, সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ময়দানে শান্তি শৃংখলার দায়িত্বে ইজতেমা আয়োজক কর্তৃপক্ষেরও নিজস্ব জনবল রয়েছে।
ইজতেমায় জঙ্গি আক্রমণ হতে পারে ফেসবুকে এমন গুজব ছড়ানো ব্যক্তিকে ডেকে এনেছি। যার মোবাইল ফোন থেকে যে নিউজটি ভাইরাল হয়েছে তার প্রোফাইল ঘেটে দেখেছি। সে মাপের লোকও নয় সে। আইনগত ব্যবস্হা নেয়া হবে যদি সে সঠিক উত্তর না দিতে পারে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো। সুন্দর ইজতেমা হবে।
আখারি মোনাজাত রোববার ১২ টায়, যানবাহন চলাচলে সড়ক-মহাসড়ক খোলা থাকবে
রোববার দ্বিতীয় দফার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বেলা ১২ টায়। এদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খোলা থাকবে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। এঅবস্থাটা আমরা আখেরী মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই। ইজতেমায় সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছি।
আমরা এবারও রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোন মানুষ বসবে না, দাড়াবে না। মোনাজাতের দিনও যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল প্রস্তুতি আছে। কোনো ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ভয় না পাওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনার।
এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার ( অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।