গাজীপুরে ৪ সাংবাদিকের ওপর হামলা, আটক ১

আইন-অপরাধ গাজীপুর

গাজীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এই ঘটনায় আব্দুল্লাহ নিরব নামে এক যুবককে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নয়নপুর বড়ইবাগান এলাকায় ওই ঘটনা ঘটে। হামলার শিকার এক সাংবাদিক জয়দেবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

আহত সাংবাদিকরা হলো, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ পত্রিকার উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন শেখ।

আহত সাংবাদিকরা জানান, সরকারি বনভূমিতে গাছ কেটে অবৈধ দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু শাহাবুল ইসলাম (৫৮), তার ছেলে আব্দুল্লাহ নিরব (২০), নাঈম মিয়া (২৮) এবং তাদের সহযোগী মৃত আঃ রহমানের ছেলে আকবর আলী (৫০)-সহ অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে এবং তাদের ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে।

হামলার ঘটনায় আহত সাংবাদিকরা শুক্রবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় এজাহার দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত আব্দুল্লাহ নিরবকে আটক করেছেন। স্থানীয় সাংবাদিকরা হামলায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান, সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। আমরা লিখিত এজাহার পেয়েছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *