
নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের জব্দকৃত মালামাল লুটপাটকালে ঠাকুরপাড়া আলেশা মার্টের গোডাউন থেকে ৪ ভুয়া পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।
আটককৃতরা হলো উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল (৪০), ঢাকার পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ (২৯) ও উপজেলার ভান্নারা এলাকার সোনা মিয়ার ছেলে তুষার মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে চার প্রতারক। পরে তারা গোডাউনে রক্ষিত আদালতের জব্দকৃত বিভিন্ন মালামাল পিকআপে তোলার করার চেষ্টা করে। তাদের হাতে আদালতের কোনো কাগজপত্র না থাকায় স্থানীয়রা চ্যালেঞ্জ করে। এ সময় মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে নৈশ টহল পার্টির এস আই ফজলুল ও এসআই সামাদ ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে। পরে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।