শ্রীপুরের মহাসড়কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা

গাজীপুর

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

নিজ জন্মভূমি নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রাপথে গাজীপুরের শ্রীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুপুরের দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরআগে, শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছেন বাবর। নিজ এলাকায় যাওয়ার খবরে পথে শতাধিক নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন। পরে দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে পৌঁছাতেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক ভূইয়া,শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন আকন,মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়েল আহমেদসহ শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার শতাধিক নেতাকর্মী।

গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর সৌদি আরব যান। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশে ফেরেন বিএনপির এই বর্ষিয়ান নেতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *